Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৯

বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণে রাসিক মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-08-05

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইগুলো বিতরণ করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চালু করেছিল। মাত্র তিনশ টাকা থেকে বতর্মানে সেটি ১০ হাজার টাকায় পরিণত হয়েছে। আগামীতে এটি ১৫ হাজার টাকায় উন্নীত হবে।

মেয়র বলেন, বর্তমান সরকারের সক্ষমতা অনেক বেড়েছে। উন্নয়নের পাশাপাশি নানা শ্রেণীর মানুষকে ভাতা প্রদান করছে সরকার। বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা আগামীতে কয়েকগুন বাড়বে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আক্তারুল আলম, শহর সমাজ সেবা অফিসার আশেকুজ্জামান তুহিন, মহানগর আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মো: শাহবুদ্দীন, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মন্জু , ১৯ নং ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড উত্তর আ.লীগের সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক  বাবর আলী, ১৮ নং ওয়ার্ড দক্ষিণ আ.লীগের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠু, রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এম এ আক্তার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কামাল  হোসন রবি, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১১৫জনকে বয়স্ক এবং ১০ জনকে প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়।