রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি এবং কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।
সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে তিনটি এসটিএস এর উদ্বোধন করা হয়েছে। একটি উদ্বোধনের অপেক্ষায় আছে। আগামীতে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এসটিএস চালু করা হবে।
মেয়র বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়েই। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যহত থাকবে। শিগগিরই কঞ্জারভেন্সী বিভাগের কর্মচারীদের শীতের পোশাক প্রদান করা হবে। বিগত সময়ে মেয়র থাকাকালেও তাদের শীতের পোশাক দেয়া হয়েছি।
মেয়র আরো বলেন, এ বছর আমরা সফলভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পেরেছি। আগামীতে ডেঙ্গু প্রতিরোধে আগাম সর্তকতা অবলম্বন করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় কঞ্জারভেন্সী বিভাগের ইন্সপেক্টর, সুপারভাইজার প্রমুখ উপস্থিত ছিলেন।