Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২৩

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত


প্রকাশন তারিখ : 2023-11-30

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

নগর ভবন থেকে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর রেলগেট হয়ে শালবাগান বাজারে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক জনস্বার্থে কাঁচা বাজার নির্মাণের লক্ষ্যে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের নির্মিত স্থাপনা অপসারণের জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং একটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।