Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০১৯

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ‘ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-09-25

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ‘ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এসিডি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।

প্যানেল মেয়র বাবু বলেন, বাবা-মায়ের অবহেলা ও অসচেতনতার কারণে আমাদের শিশুরা আজ অনলাইনে যৌন নির্যাতনসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এজন্য শিশুদের সুরক্ষার জন্য পরিবারকেই গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসহ জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাসত্মবায়ন করে থাকে। এ সম্পর্কে জনসচেতনা সৃষ্টির জন্য ওয়ার্ড কাউন্সিলররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করায় এসিডিকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এ ধরনের আয়োজন আরো বৃহত্তর পরিসরে করার জন্য অনুরোধ জানান তিনি।

সভাপতির বক্তব্যে এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার বলেন, ‘আমাদের প্রিয় শিশুদের সুরক্ষার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা যদি এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করি তবে আমাদের এ প্রিয় শিশুরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে আপনারা ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এটা জনগণের দাবী। আপনারা  আপনার এলাকায় জনসচেতনতা তৈরিতে  এবং সিটি করর্পোরেশনকে উক্ত কাজে ভূমিকা রাখার জন্য সরাসরি অবদান রাখতে পারেন। আপনারা জনগণের প্রতিনিধি, আপনারা ব্যক্তি ও প্রতিষ্ঠানগতভাবে উল্লেখিত বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে পারেন। আপনারা কার্যকর ভূমিকা রাখলে আইন প্রয়োগকারী সংস্থাও ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন রোধে কার্যকর ভূমিকার রাখতে বাধ্য হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুন।

মতবিনিময় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বিষয়ক নির্দেশিকা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন পর্যালোচনা বিষয়ক তথ্য উপাত্ত’  উপস্থাপন করেন এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার মো. আলী হোসেন।

মতবিনিময় সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ ও এসিডির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।