Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৯

রাসিকের রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকদের রেইনকোর্ট ও গামবুট দিলেন মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-08-05

রাজশাহী সিটি কর্পোরেশনের রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকদের হাতে রেইনকোর্ট, মাক্স ও গামবুট তুলে দিলেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার রাত নয়টায় নগর ভবন চত্বরে রেইনকোর্ট, মাক্স ও গামবুট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী শহর এক নম্বরে রয়েছে। এই সুনাম অর্জন করা সম্ভব হয়েছে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকের জন্য। তারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে কাজ করে। তাদের কষ্টের কথা বিবেচনা করে রেইনকোর্ট, মাক্স ও গামবুট দেওয়া হলো। আশা করছি তারা এখন ভালোমতে কাজ করতে পারবে।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার প্রমুখ।