Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০২০

কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে রাসিকের সকল কাউন্সিলরের বিবৃতি


প্রকাশন তারিখ : 2020-02-06

স্থানীয় দৈনিক সানশাইন, দৈনিক উপচারসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় ‘বেপরোয়া চালকের কাছ থেকে অর্থ হাতিয়ে ছেড়ে দিলেন কাউন্সিলর’ শীর্ষক প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর। বুধবার বিকেলে এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে কাউন্সিলরবৃন্দ বলেন, ‘অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. তারিখে স্থানীয় দৈনিক সানশাইন, দৈনিক উপাচারসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় ‘বেপরোয়া চালকের কাছ থেকে অর্থ হাতিয়ে ছেড়ে দিলেন কাউন্সিলর’ শীর্ষক প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত খবরে ২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নজরুল ইসলামের বিরুদ্ধে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন। একজন জনপ্রতিনিধির সম্মানহানি ও তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

৪ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. দুপুরে নগরীর ঐতিহ্য চত্বরে পারাডো জিপ ও অটোরিকশার মধ্যে ধাক্কা লাগে। ঘটনাস্থলের পাশে উপস্থিত ২নং ওয়ার্ড কাউন্সিলর ও আশপাশে উপস্থিত জনসাধারণ তাৎক্ষণিক বিষয়টি দুইপক্ষের মধ্যে মীমাংসা করে দেন। এরপর পারাডো জিপ ও অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করেন। অথচ প্রকাশিত সংবাদে কাউন্সিলরের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়াসহ যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন। আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’