মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শুক্রবার বিকেলে সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের থেকে এ কার্যক্রম শুরু হয়।
সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার বলেন, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের ঘোষণা অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরম্ন হয়েছে। শুক্রবার প্রথম দিন ১৩ নং ওয়ার্ড, ১২ নং ওয়ার্ড এবং পদ্মা নদীরধারে ভিআইপি এলাকায় মোট ছয়টি ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়। আগামীকাল শনিবার ১, ৪ এবং ১১ নং ওয়ার্ডে ওষুধ স্প্রে করা হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো বলেন, এডিস মশার লার্ভা কোন কোন এলাকায় আছে, সেটি দেখতে সিটি কর্পোরেশনের টিম কাজ করছে। সেসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।