Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০১৯

রাজশাহীতে কৃষি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-06-09

কৃষি শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। দুপুরে নগরভবনের মেয়র দপ্তরে নিজ প্রথম ফরম পূরণের মাধ্যমে রাজশাহীর কৃষি শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র। এ সময়  মেয়র এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

এ সময় বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহীর যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, জেলা পরিসংখ্যান অফিসের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশিস্নষ্ট এলাকার জোনাল অফিসার, সুপারভাইজার ও গণনাকারীগণ উপস্থিত ছিলেন।

       বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহীর যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে দেশব্যাপী ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত কৃষি শুমারি-২০১৯ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। কৃষি শুমারির মাধ্যমে কৃষি খানার আকার, জমির মালিকানা, ভূমির ব্যবহার,আবাদকৃত জমির আয়তন, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা, মৎস ও বন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। সাধারণত কৃষি শুমারির মাধ্যমে খানা পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়, তবে এবারের শুমারিতে কৃষি বিষয়ক প্রাতিষ্ঠানিক খানায়ও তথ্য সংগ্রহ করা হবে।