Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০২৩

রাজশাহীতে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রকাশন তারিখ : 2023-03-11
রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার আরবান লোকাল বডি (ইউএলবি) সদস্যদের রাজশাহীতে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি-২) তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন সবুজ পরিবেশ, নির্মল বায়ুর শহর, ইপিআই কার্যক্রমসহ স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের  রয়েছে নানা সাফল্য। মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজামান লিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন এখন বিভিন্ন ক্ষেত্রে রোলমডেল নগরীতে পরিণত হয়েছে।  
সভায় জানানো হয়, নি¤œ আয়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় স্থানীয় সরকার বিভাগের অধীন আরবান প্রাইমারী হেলথ সেন্টার চালু রয়েছে। এ সকল সেবা কেন্দ্রে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন সেবা প্রাপ্ত হয়। চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়েছে। কর্মশালায় প্রকল্পের স্থায়ী জনবল কাঠামো গঠন বিষয়ে আলোচনা করা হয়।       
কর্মশালায় বক্তব্য রাখেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি) প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান আলমগীর,  রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, ইউপিএইচসিএসডিপি-২ (সার্ভিস ডেলিভারি) প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ শারমিন মিজান, রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। কর্মশালা সঞ্চালনা করেন এডিবির কনসালটেন্ট শাহরিয়ার আলম।
কর্মশালায় রাজশাহী সিটি কর্র্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর, পৌর নির্বাহী কর্মকর্তা, সচিব, , গাইবান্ধা পৌরসভা, ফরিদপুর পৌরসভার, রাজশাহী আরবান প্রকল্পের কর্মকর্তাগণ অংশ নেন।  
পরে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর ও প্রকল্পের কর্মকর্তারা নওদাপাড়া মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এবং টিকাপাড়া নগর মাতৃসদন সেন্টার পরিদর্শন করেন।