নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ে পরামর্শমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের সিটি হলররুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির সহযোগিতায় পাওয়ার এ্যান্ড পারটিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), আইপিই গ্লোবাল ও রাজশাহী সিটি কর্পোরেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন মতামত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় বিশেষ অতিথি ছিলেন পিপিআরসি এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। সভায় ছিলেন আইপিই গেস্নাবাল ইন্ডিয়ার ডেপুটি টেকনিক্যাল এডভাইজার কাম প্রজেক্ট ম্যানেজার শ্রীপর্না স্যান্যালর, পিপিআরসি এডিশনাল সেক্রেটারী এন্ড সিনিয়র ফেলো ওয়াজেদ আলী, রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক ও রাসিকের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।