ডেঙ্গু প্রতিরোধ ও ছেলেধরা গুজবরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
সভায় কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’ এমন গুজব ছড়ানো হয়েছে। যারা উন্নয়নবিরোধী তারা গুজব ছড়াচ্ছে। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সন্দেহজনক কাউকে পাওয়া গেলে পুলিশে খবর দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান কাউন্সিলর সুমন।
শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস.এম আজাদ শফিকুর রহমান, প্রিন্সিপ্যাল আল আরাফা একাডেমী মোঃ সাদেকুল ইসলাম, সূর্যমুখী প্রিন্সিপ্যাল ইয়াসমিন আরা, জাগো ফাউন্ডেশনের প্রিন্সিপ্যাল মোঃ মাইনুল ইসলাম, সোনামনি বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল ফাতিমা খাতুন, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা শরিফুল ইসলাম, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, রেজাউল হক মঞ্জু, শাহমখদুম থানা আওয়ামীলীগ সহ-সভাপতি বাদশা শেখ, গোলাম মোস্তফা, শাহজাহান আলী, ওমর ফারুক, মাইনুল ইসলাম।