Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০১৯

প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করতে হবেঃ রাসিক মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-09-07

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করতে হবে। তাদের ঋণসহ সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। প্রকৃত উদ্যোক্ত তৈরি হলে সেই উদ্যোক্তা এবং ব্যাংক উভয়ই লাভবান হবেন।

শনিবার দুপুরে নানকিং দরবার হলে বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেডের আয়োজনে আঞ্চলিক ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কর্মাস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. আব্দুল খালেক খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর উর রহমান, বাংলাদেশ কর্মাস ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল করিম। সভায় রাকাবের মহাব্যবস্থাপক মফিজুল হক, তৌহিদা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলামসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।