রাজশাহী সিটি কর্পোরেশনের অভিযানে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার বিকেলে নগর ভবনের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর গ্রেটার রোড থেকে বর্ণালী মোড় ঘুরে আবার গ্রেটার হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ঘুরে নিউমার্কেট হয়ে সাগরপাড়া থেকে শিরোইল বাস টার্মিনাল পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ১৭টি মামলায় ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।