Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৯

রাসিকের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন সবাইকে গাছ লাগানো ও পরিচর্যা করার আহবান মেয়র লিটনের


প্রকাশন তারিখ : 2019-06-25

সবাইকে গাছ লাগানো এবং পরিচর্যা করার আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে নগরীর ভেরিপাড়া মোড় এলাকায় সড়ক বিভাজনে রাজশাহী সিটি কর্পোরেশনের জিরো সয়েল প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পৃথিবীকে বাসযোগ্য করতে এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। নিজেদের প্রয়োজনে সবাইকে গাছ লাগানোর আহবান জানাচ্ছি।

মেয়র বলেন, এ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১০ হাজার গাছের চারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। ১০ হাজার গাছের চারা লাগানো হবে। প্রতি বছর এভাবে গাছ লাগানো হবে।

গাছ লাগালে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়ে মেয়র লিটন বলেন, যারা বেশি গাছ লাগাবেন, তাদের পুরস্কার প্রদান করা হবে। যেসব বাসাবাড়ির মালিক বাড়ির ছাদে কৃষিবাগান করবেন, গাছ লাগাবেন, তাদের হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হতে পারে।

মেয়র বলেন, সিটি কর্পোরেশন এলাকায় সকল নতুন রাসত্মার ধারে গাছ লাগানো হবে। নগরীকে আরো বেশি সবুজ করা হবে। সুন্দর সুন্দর গাছ লাগিয়ে আরো দৃষ্টিনন্দন করা হবে রাজশাহীকে।

পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী দুদু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুসহ সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ আলোচনা শেষে ভেরিপাড়া এলাকায় সড়ক বিভাজনে বৃক্ষরোপণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। বৃক্ষরোপণ শেষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিলরবৃন্দ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রত্যেকে একটি করে বৃক্ষরোপণ করেন।