Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৯

দুর্গাপূজা উপলক্ষে রাসিক মেয়র লিটনের বাণী


প্রকাশন তারিখ : 2019-10-03

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধমীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক বাণীতে এই শুভেচ্ছা জানান মেয়র।

বাণীতে মেয়র বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আবহমান কাল থেকে চলে আসা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা কালের পরিক্রমায় বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে উঠেছে। এখন এর পরিধি কেবল ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ উন্মুক্ত থাকায় এটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় থেকে সামাজিক উৎসবের এ উত্তরণ সর্বজনীনতার নিয়ামক। এমন সার্বজনীনতা সর্বধর্মের মানুষের মিলনকে সৌহার্দে পরিণত করে এক নান্দনিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণীতে মেয়র আরো বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। হিন্দু ধর্মালম্বীসহ সকল নাগরিকদের শান্তি, কল্যান ও সমৃদ্ধি কামনা করছি।