Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২২

সংবর্ধিত গুণীজনদের জন্য রাসিক ও জেলা প্রশাসন কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন


প্রকাশন তারিখ : 2022-11-25

সংবর্ধিত গুণীজনদের জন্য আজ শুক্রবার রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হক, আইন কমিশনের সদস্য বিচারপতি এ.টি.এম ফজলে কবীর, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও লেখক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান এবং শিক্ষাবিদ, নাট্যকার ও লেখক অধ্যাপক রতন সিদ্দিকীসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী প্রমুখ।