Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৮

মহান বিজয় দিবস ২০১৮ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করার লক্ষ্যে সরকারি কর্মসূচির আলোকে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এক প্রস্ত্ততিমূলক সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-11-27

মহান বিজয় দিবস ২০১৮ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করার লক্ষ্যে সরকারি কর্মসূচির আলোকে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এক প্রস্ত্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরভবনে  রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয় দিবস উপলক্ষে সকালে নগরভবন হতে র‌্যালী, ভূবনমোহন পার্কে পুষ্পসত্মবক অর্পণ, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন, নগরভবন, শহীদ এএইচএম কামারম্নজ্জামান চত্তবরসহ রাসিকের সকল স্থাপনায় আলোকসজ্জা, খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

অনুষ্ঠিত সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান সহকারী মোঃ শমসের আলী উপস্থিত  ছিলেন।