Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুলাই ২০১৯

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-07-08

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরভবনে মেয়রের দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সম্মত পরিকল্পিত মহানগরী গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে নগরীর কল্পনা মোড় হতে তালাইমারী পর্যন্ত বাঁধের ধারে পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করা হবে। স্মার্ট নগরী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষ পরিচর্যায় উন্নত প্রযুক্তির সেচের ব্যবস্থা করা হবে। অটোমেটিক স্প্রিঙ্কলার ব্যবহার করে লাগানো গাছে খুব সহজেই নিরবিছিন্নভাবে পানি দেয়া যাবে। এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন মেয়র। ওয়াসা কর্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও সভায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে রাস্তার ধারে অবস্থিত পাম্প হাউসগুলো রাস্তা প্রশস্তকরণে সুবিধার্থে স্থানান্তরের বিষয়ে আলোচনা করা হয়।   

এ সময় রাসিকের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হামিদ সরকার টেকন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম ও ওয়াসার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।