রাজশাহী মহানগরী এলাকায় আগামী ১১ জানুয়ারি-২০২০ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিশুদের সুস্থ রাখতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিকল্প নাই। সরকারি কর্মসূচির আওতায় প্রতি বছর এ কর্মসূচি বাস্তবায়িত হয়ে থাকে। সরকারের এ ধরনের নানাবিধ কর্মসূচির ফলশ্রুতিতে দেশে মৃত্যুহার কমেছে। শিশুরা স্বাস্থ্যগতভাবে সুস্থ্য ও সবল হয়ে বড় হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবায় এগিয়ে রাজশাহী।
তিনি বলেন, মহানগরবাসী, ওয়ার্ড কাউন্সিলরসহ ওয়ার্ডে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার ফলে এটি দেশের অন্যান্য শহরের তুলনায় রাজশাহীতে বারবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনসহ স্বাস্থ্যসেবার সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। ধারাবাহিকভাবে নয়বার ইপিআই কর্মসূচিতে দেশের মধ্যে প্রথম হবার গৌরব অর্জন সম্ভব হয়েছে সকলের আন্তরিকতার ফলে।
মেয়র বলেন, রাজশাহীতে সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। মহানগরীতে ১৬টি নগর স্বাস্থ্য কেন্দ্র থাকলে আরও নগরীতে আরও স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। আরও নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। জাতীয় ভিটানিম এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য রক্ষা ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (স্বাস্থ্য) গোপেন্দ্র নাথ আচার্য্য, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বার্নাবাস হাসদাক।
স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএ এম আঞ্জুমান আরা বেগম। উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জাতীয় পুষ্টি সেবার ভিটামিন এ সেলের রিসোর্স পারসন ডাঃ খন্দকার মোঃ জাকারিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা: মোঃ নূরুল ইসলাম, মাননীয় মেয়রের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমিন উদ্দিন মাহামুদ, বারিন্দ মেডিকেল কলেজের উপ-পরিচালক ডাঃ গোলাম মর্তুজা।
সভায় রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবাহান, ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ লাইলী বেগম, ৮নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাদিরা বেগম, ১০নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সুলতানা রাজিয়া, জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, বাংলাদেশ বেতার রাজশাহীর সহকারী পরিচালক তনুশ্রী সান্যাল, ঢাকা আহসানিয়া মিশন ইউপিএইচসিএসডিপি প্রজেক্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন আহম্মেদ, নারী মৈত্রীর প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মোড়ল, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৭ হাজার ৯শত ৫০ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২ শত ১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এ কাজে ৭শত ৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।