বকেয়া পৌরকর আদায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার ৩,৫,১৩,২০,২২ ও ২৩নং ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালিত হয়েছে। ৩নং ওয়ার্ডে ৪১টি হোল্ডিং হতে ১ লাখ ৫৯ হাজার ২৬৬ টাকা ১৫ পয়সা, ৫নং ওয়ার্ডে ১০টি হোল্ডিং হতে ৮৭ হাজার ৮১১ টাকা ৩৭ পয়সা, ১৩নং ওয়ার্ডে ১৬টি হোল্ডিং হতে ১ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা ৪৪ পয়সা, ২০নং ওয়ার্ডে ৩৯টি হোল্ডিং হতে ৪ লাখ ৭৮ হাজার ৯২ টাকা ৫৬ পয়সা, ২২নং ওয়ার্ডে ৩৫টি হোল্ডিং হতে ৪ লাখ ৭২ হাজার ৭৫৬ টাকা এবং ২৩নং ওয়ার্ড ২৬টি হোল্ডিং হতে ১ লাখ ৫৯ হাজার ৫৮১ টাকা ৯০ পয়সা আদায় হয়েছে। যার সর্বমোট আদায় ১৫ লাখ ৮ হাজার ৯শ ৫ টাকা ৪২ পয়সা। যে সব হোল্ডিং মালিকগণ পৌরকর পরিশোধ করেননি তাঁদের সাথে যোগাযোগ করে বকেয়া পৌরকর আদায় এবং সকল নাগরিকগণকে পৌরকর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প পরিচালনা অব্যাহত রেখেছে।