Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০১৯

ভদ্রা রেলওয়ে মার্কেটের ভাংড়ি ব্যবসায়ীদের স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2019-11-21

নগরী ভদ্রা রেলওয়ে মার্কেটের পুরাতন ভাংড়ি ব্যবসায়ীদের মার্কেট স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরভবনে মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, শহরটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নগরীর ভদ্রা রেলওয়ে মার্কেট পুরাতন ভাংড়ি ব্যবসায়ীদের স্থানান্তর করা প্রয়োজন। এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মেয়র।    

মতবিনিময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউসিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আববাস আলী সরদার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, বাংলাদেশ রেলওয়ে অতি: প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা, চীফ এস্টেট অফিসার মোঃ রেজাউল করিম, সহ: ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ রেজুয়ানুল হক, ফিল্ড কানুনগো মোঃ মহসিন আলী, রাসিকের সম্পত্তি কর্মকর্তা আবু নুর মোঃ মতিউর রহমান, ভদ্রা রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।