নাট্যকার, ভাষাসৈনিক ও স্বাধীনতাসংগ্রামী মমতাজউদদীন আহমদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার সন্ধ্যায় চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাট উপজেলার কানারহাট বটগাছতলা এলাকায় মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাসিক মেয়র। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা।
এ সময় ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি টুইংকেল, সাধারণ সম্পাদক আহসান হাবিব সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।