Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ অক্টোবর ২০১৯

রাসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত


প্রকাশন তারিখ : 2019-10-14

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। রোববার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, রোববার বিকেল তিনটায় নগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর এলাকা থেকে অভিযান শুরু হয়। সেখান থেকে ভদ্রা স্মৃতি অম্লান হয়ে পদ্মা আবাসিক এলাকা, হজোর মোড় ও নামোভদ্রা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল এবং সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতিত নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩২টি মামলায় দায়ের করা হয়। অভিযানে ১লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।