রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেটে দরিদ্র মানুষের জন্য ভালো বরাদ্দ রাখা হবে। বিকেলে নগরভবনের সিটি হলরুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউ.ডি.পি) রাজশাহী আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শুধু উন্নয়ন করলে হবে না, সর্বক্ষেত্রে টেকসই উন্নয়ন করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো, বিসিক-২, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও চামড়া শিল্প পার্ক। এসব শিল্পাঞ্চলে প্রকৃত উদ্যোক্তাদের বরাদ্দ দেয়া হবে। রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। আগামী ৫ বছরে অর্ধশতাধিক গার্মেন্টস, শিল্পকারখানা গড়ে তুলতে হবে। এর কোন বিকল্প নেই। এটি আমার নির্বাচনী প্রতিশ্রুতি, এটি বাসত্মবায়নে কাজ চলছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার আলম আযিম, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (নলেজ ম্যানেজমেন্ট এ্যান্ড এ্যাডভোকেসি) সাঈদ ইকবাল, ব্র্যাকে জেলা প্রতিনিধি জাহিদ হাসান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা সুলতানা।