জেনারেটর স্থাপন ও মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান চৌধুরী অডিটেরিয়াম সংস্কারে বরাদ্দ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িতব্য ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি এর আওতায় ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশনাল প্ল্যানের অন্তর্ভূক্ত একটি প্রকল্পের আওতায় সংস্কার ও মেরামত খাতে এই অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িতব্য ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি এর আওতায় ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশনাল প্ল্যানের অন্তর্ভূক্ত ‘ retrofitting & complete renovation emergency repair alternation & maintenance work of all specialized hospitals & medical colleges & hospitals, district hospitals, nursing institutes/colleges, chest disease hospitals & other residential facilities শীর্ষক প্রকল্পের আওতায় মেরামত ও সংস্কার খাতে ২০১৯-২০২০ অর্থ বছরে ৬৪টি বিভাগের মাধ্যমে বাস্তবায়নের জন্য ৩৮০টি কাজের তালিকা অনুমোদন এবং উক্ত কাজ বাস্তবায়নের জন্য প্রাক্কলিত ২২৪কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২টি ৫০০ কেভিএ জেনারেটর স্থাপনে ১ কোটি ৫০ লাখ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ হাজার কেভিএ সাবস্টেশনসহ বিল্ডিং ও ৫০০ কেভিএ জেনারেটর স্থানে ৩ কোটি এবং ডা. কায়ছার রহমান চৌধুরী অডিটেরিয়ামের সিভিল, স্যানিটারী ও বৈদ্যুতিক মেরামত কাজে ৫ কোটি টাকাসহ অন্যান্য উন্নয়নে মোট ১১ কোটি টাকা প্রশাসনিক অনুমোদন রয়েছে।
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ডিও প্রদানের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান চৌধুরী অডিটেরিয়াম সংস্কারে বরাদ্দ মিলেছে ৫ কোটি টাকা। অডিটেরিয়াম সংস্কাওে ৫ কোটি টাকা অর্থ বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন। একইসাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানিয়েছেন মেয়র।
এক হাজার আসন বিশিষ্ট রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান চৌধুরী অডিটেরিয়াম সংস্কারে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বরারব ডিও প্রদান করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। যার স্মারক নং-৪৬.১২.৫০৮১.০০৩.৯৯.৩৩০.১৯.২০৫।
উল্লেখ্য, ১৯৯৫ সালে একটি সুন্দর ও অত্যাধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত ১০০০ আসন বিশিষ্ট ডা. কায়ছার রহমান চৌধুরী অডিটেরিয়াম নির্মিত হয়। তবে বতর্মানে অডিটেরিয়ামের সবগুলো এসি নষ্ট এবং অন্যান্য অবকাঠামো অবস্থা র্জীণ হয়ে আছে। অবশেষে ডা. কায়ছার রহমান চৌধুরী অডিটেরিয়ার সংস্কারসহ বিভিন্ন উন্নয়নে ১১ কোটি টাকা বরাদ্দ পেল রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল।