রাজশাহী মহানগরীতে নতুন দুইটি সরকারি স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক রায়হানা তসলিম। বৃহস্পতিবার বিকেলে নগরভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাঁরা স্কুল প্রতিষ্ঠার বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।
এ ব্যাপারে মেয়র খায়রুজ্জামান লিটন জানান, শিক্ষানগরী রাজশাহীতে আরো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দরকার। নগরীতে নতুন দুইটি সরকারি স্কুল প্রতিষ্ঠা করা ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল। ইতোমধ্যে রাজশাহীতে সরকারি নতুন দুইটি স্কুল প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে স্কুল স্থাপন প্রকল্পের পরিচালক আমার সাথে সাক্ষাৎ করেছেন। আজ তারা নগরীতে কয়েকটি জায়গাও পরিদর্শন করেছেন।
মেয়য়ের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাউসি অধিদপ্তর (মাধ্যমিক) পরিচালক ড. আব্দুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) খালেদা আক্তার, পরিকল্পনা কমিশনের সহকারী উপ প্রধান মোস্তাফিজুর রহমান, নয়টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক কাজী সাখওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রায় চার একর জায়গায় স্কুল দুইটি গড়ে তোলা হবে। স্থাপন এখনো নির্ধারণ হয়নি। দুই স্কুলের ১০তলা আধুনিক ভবন হবে। শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকবে। ২০২১/২০২২ সালের দিকে নতুন দুইটি সরকারি স্কুল চালু হওয়ার কথা রয়েছে।