Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০১৯

রাবিতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-12-29

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন ও বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বিপুল কুমার। অনুষ্ঠানে মেয়র ও বিশেষ অতিথি ও আমন্ত্রিণ শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। সম্মানিত অতিথি ছিলেন উ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া।