Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ সেপ্টেম্বর ২০১৯

মাদকবিরোধী গণসচেতনায় নগর ভবনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করলেন মেয়র


প্রকাশন তারিখ : 2019-09-03

মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধিতে নগর ভবনের প্রবেশ দ্বারে ডিজিটাল ডিসপ্লে বোর্ড (কিউস্ক) স্থাপন করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে প্রদানকৃত ডিসপেস্ন বোর্ডটি আজ মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিল নিযাম উল আযিমসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, উপ-পরিচালক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধিতে রাজশাহী গুরুত্বপূর্ণ অফিসে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগর ভবনে উদ্বোধন করা হলো। এই ডিসপ্লে বোর্ডে মাদক বিরোধী বিভিন্ন নাটক, সেস্নাগান ও স্টিল ছবি প্রদর্শিত হবে।