Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ফগার মেশিন দ্বারা উড়ন্ত মশা নিয়ন্ত্রণ বিষয়ে ওয়ার্ড সচিবদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-11-26

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ফগার মেশিন দ্বারা উড়ন্ত মশা নিয়ন্ত্রণ বিষয়ে ওয়ার্ড সচিবদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগর ভবনে সরিৎ দত্ত সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে প্যানেল মেয়র বাবু বলেন, ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ প্রতিপাদ্য নিয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে ব্যাপক প্রস্ত্ততি গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ মহানগরীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে বর্তমান পরিষদ কাজ করছে।

তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র তার বলিষ্ট নেতৃত্বে ইতোমধ্যে পরিচ্ছন্নতাসহ নগরীর পরিবেশের উন্নয়নে দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। দৃষ্টিনন্দন ফুটপাত, আইল্যান্ডে সুসজ্জিত ফুলেল গাছের সমারোহ মহানগরবাসীসহ দেশের অন্যান্য অঞ্চলের নাগরিকদের দৃষ্টি আকৃষ্ট করেছে। আর এ সবই সম্ভব হয়েছে মহানগরবাসীর সার্বিক সহযোগিতায়। মুজিব বর্ষে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনে ওয়ার্ড সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

সভায় জানানো হয়, মুজিববর্ষ পালন উপলক্ষ্যে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, সকল সরকারি প্রতিষ্ঠান প্রধান, প্রতিটি মসজিদের ইমাম, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক সভার আয়োজন, পরিবেশ বিপর্যয় রোধে ও চিকনগুনিয়া, ডেঙ্গুরোগ প্রতিরোধকল্পে, মশা নিয়ন্ত্রণে ফগার মেশিন দ্বারা কীটনাশক স্প্রে করা হবে আলোচনা করা হয়। নগরীতে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, প্রতিটি ওয়ার্ড কার্যালয়কে সৌন্দর্য বর্ধন করণে ফুলের টব স্থাপনের, ডাম্পিং পয়েন্টিটি সংস্কার, নগরীর সকল প্রাইমারি ড্রেনের কাদামাটি অপসারণ। মাঠ পর্যায়ে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের পোশাক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাদিরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং তাসনিম আরা উপস্থিত ছিলেন।