১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে কাউন্সিলরবৃন্দ উল্লেখ করেন, গত ২৩ জুন ১৪ নং ওয়ার্ডে (পশ্চিম) যুবলীগের দুইগ্রুপে অনাকাঙ্খিত সংঘর্ষের ঘটনা ঘটে এবং স্থানীয় যুবলীগের সভাপতি মশিউর রহমান রনি আহত হন। অনাকাঙ্খিত এ ঘটনায় আমরা কাউন্সিলরবৃন্দ মর্মাহত। কিন্তু এ ঘটনায় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ঘটনাস্থলে উপস্থিত বা কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে একজন জনপ্রতিনিধির বিরম্নদ্ধে মামলা দায়েরের ঘটনা অত্যন্ত নিন্দাজনক ও দুঃখজনক। এই মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আমরা কাউন্সিলরবৃন্দ ক্ষোভ প্রকাশ করছি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং ঘটনায় প্রকৃতভাবে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।