Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মে ২০১৯

রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং সফ্টওয়ারের প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রকাশন তারিখ : 2019-05-09

রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং সফ্টওয়ারের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে রাজশাহী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন কর্মশালার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশ ডিজিটাল হওয়ার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। বতর্মান সরকারের অনেক সেবা অনলাইনে মিলছে।

           মেয়র আরো বলেন, কার্যক্রম গতিশীল করতে ই-ফাইলিং কার্যক্রমের বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম আরো গতিশীল হবে।

          রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। আরো বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। এ সময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল শুক্রবার শেষ হবে। প্রশিক্ষণ কর্মশালায় সিটি কর্পোরেশনের ৪০জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। উল্লেখ্য, প্রথমধাপে ৪০জন কর্মকর্তা-কর্মচারীর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে।