Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০১৯

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-08-22

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল বাংলাদেশ শেষ। কিন্তু সেটি হয়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন, দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এ্যাসোসিয়েশন রাজশাহী আঞ্চলিক কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পাকিস্তান গণহত্যা চালিয়ে মহাপাপ করেছে। তাদের আমরা ক্ষমা করিনি। আমাদের পরের প্রজন্মও ক্ষমা করবে না। মহাপাপের কারণে পাকিস্তান আজ জ্বলে-পুড়ে ছারখার হয়ে গেছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য মেয়র লিটন আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল ঘোষণা। বঙ্গবন্ধুর ভাষণ মানুষকে আলোড়িত করেছিল। ক্ষণজন্মা মানুষটি শোষিতদের হাত থেকে মানুষকে রক্ষা করতে জন্ম নিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ শুরুর আগ মহুর্তে বঙ্গবন্ধু ঢাকায় কী বলছেন, সেটি মানুষের মুখে মুখে দ্রুত বেগে সারাদেশে ছড়িয়ে পড়েছিল। রাজশাহীতে থেকেও আমরা অনেক কিছু জানতে পারছিলাম। বঙ্গবন্ধুর কথা জেনে মিছিল-সেস্নাগানে মুখর হতো রাজশাহী।

বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এ্যাসোসিয়েশন রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মনোজ কুমার বিশ্বাস ও বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক।

আলোচনা সভার পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র খায়রুজ্জামান লিটন ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।