Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুলাই ২০১৯

সর্বক্ষেত্রে উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী বললেন মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2019-07-23

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিদ্যুৎখাতের উন্নয়ন করেছেন। শুধু বিদ্যুত খাত নয়, দেশের সর্বক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের দৌরগোড়ায় পৌছে গেছে নানান সেবা ও সুবিধা।

মঙ্গলবার বিকেলে ‘বিদ্যুৎ বিতরণ পদ্ধতি অটোমেশনে প্রকৌশলীদের ভুমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যন্ত্রকৌশল বিভাগ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, রাজশাহী কেন্দ্র কেন্দ্রের সেমিনার হলরুমে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সিটি মেয়র আরো বলেন, বিগত সময়ে (২০০৮-২০১৩) দায়িত্ব পালনের সময় গরম কমাতে রাজশাহীতে অনেক বৃক্ষরোপণ করেছিলাম। এবারো বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়েছে। স্কুল-কলেজ শিক্ষার্থীদের গাছের চারা প্রদান করা হবে, তারা গাছ লাগবে, আমরাও আমাদের পক্ষ থেকে নগরীর বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ গাছ লাগাবো।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেসকো এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম। আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইইবি‘র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুজ্জামান, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রফিকুল ইসলাম শেখ। স্বাগত বক্তব্য দেন আইইবি‘র যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুর রশিদ সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী নিজামুল হক সরকার। সঞ্চালনায় ছিলেন যন্ত্রকৌশল বিভাগের  সম্পাদক প্রকৌশলী আহসান বিন বাসার (রিপন) ও আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী তারেক মোশাররফ।