রাজশাহী সিটি কর্পোরেশনের অভিযানে সড়কের পাশে এবং ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। অভিযানে ২১টি মামলা দায়ের করা হয়। মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, বুধবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর থেকে রেল স্টেশন হয়ে ভদ্র স্মৃতি অম্লান মোড় ঘুরে তালাইমারি হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধভাবে পার্কিংয়ের জন্য ৪টি বাসকে ৪০ হাজার টাকাসহ অভিযানে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।