২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মহানগরীর বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বহরমপুর মোড়ে ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের ১ম অংশের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হবে। রাখা হয়েছে ড্রেন, ফুটপাত, ডিভাইডারসহ সাইকেল লেন। ১ম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে। এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাসত্মার দক্ষিণপার্শ্বের ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাই সাইকেল লেন রাখা হয়েছে এছাড়া রাসত্মার উভয় পার্শ্বের সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিটিসি-এইচই (জেভি)।
সকালে বহরমপুর মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রম্নজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলÿÿ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে আমত্মর্জাতিক মানের রাসত্মা নির্মাণ কাজ শুরম্ন হয়েছে। আগামীতে এ রকম রাসত্মা নির্মাণ অব্যহত থাকবে, যা সময়ের দাবী। যার সুফল ভোগ করবে মহানগরবাসী। এ নগরীর উন্নয়নে ৩ হাজার কোটি টাকার প্রকল্প দাখিল করা হয়েছে। আশা করছি আগামী ৩/৪ মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটির অনুমোদন দিবেন। এই প্রকল্পটি অনুমোদিত হলে আরো ব্যাপকভাবে পাল্টে যাবে রাজশাহী।
মেয়র বলেন, নির্মল বায়ুর শহর রাজশাহী ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। নগরীকে সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পদ্মা নদীর ধারে নারিকেল, অশ্বত্থ, বট গাছ লাগিয়ে নগরীকে সবুজের বেষ্টনি করা হচ্ছে। নানা দিক দিয়ে রাজশাহী নগরীকে নিরাপদে রাখতে চাই।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারাদেশে এর প্রাদূর্ভাব ছড়িয়ে পড়লেও রাজশাহীতে তেমনটি দেখা যায়নি। সকলের প্রচেষ্টায় এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে। আগামীতে এ বিষয়ে আরো সচেতন হয়ে এটিকে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে এ অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল গড়ার অনুমোদন দিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। রাসিকের নগর অবকাঠামো উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবিরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।