রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ১০ প্রজাতির ২৪টি দুর্লভ গাছ দিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। মঙ্গলবার রাতে নগর ভবনে মেয়রের হাতে এসব গাছ তুলে দেন ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার কর্মকর্তা মাহবুব ইসলাম পলাশ। দুর্লভ এসব গাছ পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাকে ধন্যবাদ জানান মেয়র।
ব্যাংক কর্মকর্তা মাহবুব ইসলাম পলাশ বলেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় গাছ ও পরিবেশকে অনেক ভালোবাসেন। তাঁরই প্রচেষ্টায় পরিস্কার-পরিচ্ছন্নতায় দেশসেরা রাজশাহী নগরী। গাছ ও পরিবেশের প্রতি মেয়র মহোদয়ের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি ভালোবেসে এসব গাছ প্রদান করেছি। আগামীতে আরো সংগ্রহ করে বিভিন্ন গাছ প্রদানের ইচ্ছে আছে।
তিনি আরো জানান, গাছগুলো মধ্যে হয়েছে, আগর, বক্রবাদাম, ধুপ, গর্জন, তেলিগর্জন, ধলিগর্জন, স্বেতগর্জন, কালো ও সাদা বাটনা, সিভিট, বান্দরবোলা, জোড়া বাদাম, চম্পা, আজুলি।
উল্লেখ্য, এরআগে গত ১৫ অক্টোবর বৈলাম (দেশের সর্ববৃহৎ গাছ), তেলসুর, ধারমারা, উদাল, ঢাকিজাম, তিতপাই, গুটগুটিয়া, হলদু, বাটনা, গর্জন, বনজলপাই ও ছাতিয়ান প্রজাতির ২৫টি গাছ মেয়রকে প্রদান করেছিলেন এই ব্যাংক কর্মকর্তা।