রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনিসেফের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ইউনিসেফের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ইউনিসেফ শিশুদের জীবন মান উন্নয়নে, বিশেষত শিশুদের জন্য স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা, নিরাপদ পানি ও হাইজিন বা পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে ইউনিসেফ। মেয়র তাদের উদ্যোগকে স্বাগত জানান। সভায় অংশগ্রহণকারীরা দেশের মধ্যে প্রথম রাজশাহীকে শিশুবান্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মেয়র বলেন, ইউনিসেফের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছে। নগরীতে ২০টি শিশু বিকাশ কেন্দ্রে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্নতায় এ নগরী ইতোমধ্যে দেশে রোল মডেলে পরিণত হয়েছে। শামিত্ম শহর, সহিংসতা মুক্ত নগরী রাজশাহী। মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে বিশেষ বরাদ্দ দিয়েছেন। এলক্ষ্যে আরও কাজ করতে হবে।
এ সময় ইউনিসেফের চিফ অব ফিল্ড অফিসার নাজিবুলস্নাহ হামিম, প্রোগ্রাম স্পেশালিস্ট মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার হাফসা রহমান, নিউট্রিশন অফিসার শেখ মোঃ শহিদুল হোসেন, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার মঞ্জুর হোসেন, হেলফ অফিসার ডা. নাজমুন নাহার বাবলী, প্রোগাম অফিসার বেগম জেরিনা রেশমা, এডুকেশন অফিসার সিফাত-ই-ইসলাম, চাইল্ড প্রোটেকশান অফিসার জেসমিন হোসেন রাসিকের সচিব মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, মাননীয় মেয়রের একামত্ম সচিব মোঃ আলমগীর কবির উপস্থিত ছিলেন।