Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০১৮

নগর ভবনের ওয়ান স্টপ চত্ত্বরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-12-23

নগর ভবনের ওয়ান স্টপ চত্ত্বরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিজয়ের মাসে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে। নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশনে আগত নাগরিকদের বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু কর্ণারটি স্থাপন করেছে।

মেয়র আরো বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। মহান মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করতে রাজশাহী সিটি কর্পোরেশন এ কর্ণারটি স্থাপন করেছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সকলকে উদ্বুদ্ধ হবার আহবান জানান তিনি।        

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাসিকের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাদী, প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম বীর প্রতীক, কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহীর জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাদুল হক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুবুল মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডা: আব্দুল মান্নান, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, গেরিলা বাহিনীর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: সাইদুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, মতিহার থানার কমা-ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, শাহমখদুম থানা কমা-ার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক পরিচালক শিশু একাডেমী সুখেন মুখোপাধ্যায়, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন, রাসিকের সচিব মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ও নগরীর বীর মুক্তিযোদ্ধাগণ, রাসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।