মহানগরীর শালবাগানস্থ সিটি পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে কাজ পরিদর্শনে যান মেয়র। এ সময় নিজে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কাজের তদারকি করেন তিনি।
দীর্ঘদিন থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল পার্কটি। ২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের পার্কটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। গত ২১ অক্টোবর জিরো সয়েল প্রকল্পের আওতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২৫০টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। জনসাধারণের হাটার ব্যবস্থায় রাখা হয়েছে পার্কটিতে। এই পার্কির উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন মেয়র।