Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৯

মশক নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন


প্রকাশন তারিখ : 2019-11-27

মশক নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ বিষয়ে রাসিকের  পরিচ্ছন্ন বিভাগ হতে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর হতে ২১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল ৬:৩০ হতে ও বিকাল ৪:০০ হতে দুইবেলা ১৮ দিন ও কেন্দ্রে ৭ দিন করে মোট ২৫দিন চক্রাকারে ফগার মেশিনে  কীটনাশক স্প্রে করবে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ।

আগামী ২৭ নভেম্বর হতে ২১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ৯,১১,১২,১৩,২০নং ওয়ার্ড এলাকায়, বৃহস্পতিবার ৪,৬,৭,৮,১০নং ওয়ার্ডে, শনিবার ১,২,৩,৫,১৪নং ওয়ার্ডের এলাকা, রবিবার ১৫,১৬,১৭,১৮,১৯নং ওয়ার্ডে, সোমবার ২১,২২,২৩,২৪,২৫নং ওয়ার্ডে, মঙ্গলবার ২৬,২৭,২৮,২৯,৩০নং ওয়ার্ডে ফগার স্প্রে করা হবে। শুক্রবার কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রের কর্মপরিকল্পনায় মহানগরীর বিভিন্ন সরকারী, আধা-সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হবে।

এছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে ফগার স্প্রে কর্মপরিকল্পনায় ২৯ নভেম্বর শুক্রবার হড়গ্রাম বাজার, হেলেনাবাদ কলোনী, কোর্ট চত্বর, আরআরএফ, পুলিশ লাইন, দুর্নীতি দমন কমিশন ও কোয়ার্টার, ডিআইজি অফিস, মিশন হাসপাতাল, নির্বাচন কমিশন অফিস, বাংলাদেশ ব্যাংক। লোক প্রশাসন অফিস, কর অফিস এলজিইডি অফিস, বিভাগীয়  কমিশনার অফিস, ফায়ার সার্ভিস, বাংলাদেশ ব্যাংক। নিউগভঃ ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, হোস্টেল, শহীদ নজমুল হক স্কুল, হেতমখাঁ গার্লস স্কুল, লোকনাথ হাই স্কুল,  কলেজিয়েট স্কুল, শিক্ষা অফিস, সিটি সেন্টার।

আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সিএন্ডবি অফিস, লক্ষীপুর গার্লস স্কুল, শিক্ষা বোর্ড, জিপিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। বাটার মোড়, টেলিফোন এক্সচেঞ্জ অফিস, রেলগেট টিএন্ডটি কোয়ার্টার, এতিমখানা, সেনানিবাস, শেখ রাসেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সককারী ভারতীয় হাইকমিশন অফিস, উপশহর ০১নং সেক্টর এর সমস্ত মহল্লা, উপশহর ০২নং সেক্টর এর সমস্ত মহল্লা, উপশহর ০৩নং সেক্টর এর সমস্ত মহল্লা।

আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার শহীদ কামারুজ্জামান ডিগ্রী কলেজ, কৃষি সম্প্রসারন অফিস, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, সড়ক ও জনপদ অফিস , বন অফিস, বিজিবি, টিটিসি, টিএন্ডটি অফিস, শাহমখদুম থানা, পোষ্টাল একাডেমী, বিএসটিআই, আরডিএ অফিস, কৃষি প্রতিষ্ঠান, শারীরিক শিক্ষা কলেজ, ইমাম প্রশিক্ষণ অফিস, বিআরটিএ, পল্লী বিদ্যুৎ, বিএসটিআই, মহিলা পলিটেকনিক, শহীদ বুদ্ধিজীবি কলেজ, টেক্সটাইল মিল, চন্দ্রিমা, মহানন্দা আবাসিক এলাকা, পদ্মা আবাসিক ও পারিজাত আবাসিক এলাকা, ডিজিআইএফ, এনএসআই অফিস, পিএনস্কুল,যাদুঘর, বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া থানা, শাহমখদুম কলেজ, রুয়েট।

আগামী ১৮ ডিসেম্বর বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, দমকল অফিস, সায়েন্স ল্যাবরেটরী, ফল গবেষনা, ধান গবেষনা, বিহাস পলস্নী এলাকা, প্যারামেডিকেল, যক্ষা হাসপাতাল, লক্ষীপুর ঝাউতলা রোড হতে ডায়াবেটিক্স হাসপাতাল, মহিষবাথান কলোনী, কর্মজীবি মহিলা হোষ্টেল, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, গনকপাড়া, তুলাপট্টি, অলকার মোড়, চেম্বার অব কমার্স, রেলগেট, স্বচ্ছ টাওয়ার হয়ে দোশর মন্ডলের মোড়।

আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, পর্যটন মোটেল, শিল্পকলা একাডেমী, টেনিস কমপ্লেক্স, ট্রেজারী অফিস, জেলা পরিষদ, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ০৮টি হাই স্ল্যাব ড্রেন।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্ম তালিকা অনুযায়ী স্প্রে কাজ পরিচালিত হবে। প্রতিদিন কর্ম তালিকা মোতাবেক ৫টি ওয়ার্ডে কাউন্সিলরগণের সহযোগিতায় সকাল ৬.৩০ ঘটিকা ও বিকাল ৪.০০ ঘটিকা হতে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, হাউজ, সেফটি ট্যাংকি ও জঙ্গলে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে রাসিকের পরিচ্ছন্ন দপ্তর। রাসিকের এ কার্যক্রমে সহযোগিতা করতে মহানগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।