যক্ষ্মা মুক্ত রাজশাহী মহানগরী গড়তে বাই-এ্যানুয়াল মনিটরিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম।
সভায় রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ গোপেন্দ্র নাথ আচার্য্য, সিভিল সার্জন রাজশাহী ডাঃ কাজী মিজানুর রহমান, বক্ষ্যব্যাধি হাসপাতাল রাজশাহীর তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আমির হোসেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরপি ডাঃ পার্থ মনি ভট্টাচার্য্য, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএএম আঞ্জুমান আরা বেগম। ন্যাশনাল টিবি এক্সপার্ট ডাঃ সাইফুল ইসলাম বাংলাদেশে যক্ষার পরিস্থিতি বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় জানানো হয়, যক্ষার বিভিন্ন লক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট আরও বেশি দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করা হয়।
রাসিকের ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হকের সঞ্চালনায় সভায় তিলোত্তমা, ব্র্যাক, রিক, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম এ সভার আয়োজন করে।