রাজশাহী কিশোর ফুটবল একাডেমির ৬৫ জন ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বুট প্রদান করেছেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝে বুট বিতরণ করেন রাসিক মেয়র মহোদয়।