Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২০

শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে রাসিক মেয়র লিটন


প্রকাশন তারিখ : 2020-01-30

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পরিচালিত শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারিরীক গঠনে খেলাধূলার বিকল্প নেই। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় নিয়োজিত রাখতে হবে। বক্তব্যকালে মেয়র স্কুলটির উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রতি দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেহেনা আকতার। উপস্থিত ছিলেন স্কুল সভাপতি ও বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন (বিজিবি-১) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর গোলাম মোহাম্মদ সরওয়ার, অতিরিক্ত পরিচালক মেজর মোঃ আসিফ বুলবুল, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাঃ মোকবুল হোসেন, রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের পূর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর এক মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়।