রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
প্রকাশন তারিখ
: 2023-02-03
রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম আমানুল হাসান দুদু এর রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ জুম্মা নগরীর আলুপট্টিতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাপু সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ নগীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু শুক্রবার (৩ফেব্রæয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলুপট্টিতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বাঘায় দ্বিতীয় জানাযা শেষে পরিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।