ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। নগরভবনের মেয়র দপ্তরে সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র।
ঈদের ছুটি শেষে আজ রোববার থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মদিবস শুরু হয়েছে। আজ সকাল থেকে নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে সিটি কর্পোরেশনের ছয়টি বিভাগ, দুইটি দপ্তর ও ৩৮টি শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।