Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ফেব্রুয়ারি ২০২০

রাসিকের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-02-10

রাজশাহী মহানগরীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন মহানগরীর পরিবেশ আরো উন্নীতকরণের লক্ষ্যে বিভিন্ন স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের  সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপদ বর্জ্য সংগ্রহ ও পরিবহন, পরিশোধন ও অপসারণ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। সভায় মেডিকেল বর্জ্য অপসারণে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের ফি নির্ধারণ বিষয়েও আলোচনা করা হয়।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) উপ-পরিচালক ড. আনোয়ারুল কবির, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, রাজশাহী মেডিকেল  কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ আব্দুল হান্নান, মোঃ মোখলেছুর রহমান, সেক্রেটারী বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, রাজশাহী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আজহারুল ইসলাম, ডাঃ আফম জাহিদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রিজম বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিএসবির ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম, রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর উপস্থিত ছিলেন।