Wellcome to National Portal
  • 2022-03-20-07-59-1c91dda65a47dbc5abe2bae6eb246833
  • 2025-03-11-09-29-8bce0abf3b3d75f7fc748b24f0129cf3
  • 2024-12-29-04-04-8aa7264eff7a92e9656f750c92ba8318
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২৪

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমা প্যান্ডেল তৈরীর কার্যক্রমের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-10-23

আগামী ১৪-১৬ নভেম্বর-২০২৪ রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহীতে ইজতেমার আয়োজন উপলক্ষ্যে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভা শেষে প্রশাসক মহোদয় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজেতমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলাম।

রুয়েটের প্রফেসর ড. মো: সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ, থাইল্যান্ড হতে আগত জামাত, ইন্দোনেশিয়া হতে আগত জামাত, ঢাকা কাকরাইল হতে আগত জামাত, বিভিন্ন থানা হতে আগত এন্তেজামিয়া জামাত সহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামা কেরামগণ উপস্থিত ছিলেন।