Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০২৩

নগরীর বিলবোর্ড ব্যবসায়ীদের সাথে রাসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-11-23
রাজশাহী মহানগরীতে বিভিন্ন বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে রাসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম। 
সভায় জানানো হয়, রাজশাহী মহানগরীতে বিভিন্ন কোম্পানীর শপ সাইনবোর্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ডসমূহের বকেয়া কর আগামী এক মাসের মধ্যে পরিশোধ করতে জোর তাগাদা প্রদান করা হয় এছাড়াও যে সকল প্রতিষ্ঠানের হাল কর পরিশোধ করা হয় নাই তা অতিদ্রæত পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় বিলবোর্ডের স্থাপনাসমূহ অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় বক্তব্য রাখেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ।
সভায় রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেনসহ বিভিন্ন বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।