বিশ্ববাংলার আয়োজনে ও সিসিডি, রেডিওপদ্মার সহযোগিতায় রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে লালন উৎসব-২০২০। শুক্রবার বিকেলে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়রকে উত্তরীয় পরিয়ে দেয় আয়োজকরা। অনুষ্ঠানের ১০জন তারকা শিল্পী ও অর্ধশত বাউল শিল্পীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ও লালন শিল্পীরা মনমুগ্ধকর গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের পরিচালনা করেন লালন উৎসবের আহবায়ক ড. হাসান রাজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আযাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু। স্বাগত বক্তব্য দেন রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার ও সিসিডির যুগ্ম পরিচালক শাহান পারভীন। আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু।