জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। সম্মেলনের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সাথে নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর নগরীর কাদিরগঞ্জস্থ মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পনের পর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ আয়েন উদ্দিন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, গতকাল রোববার রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরআগে গত ৮ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মেলন আয়োজনে মেয়র খায়রুজ্জামান লিটনকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। এরপর সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্মেলনটি সম্পন্ন করেন মেয়র লিটন।